ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা বার্ডের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় পলিথিন জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা
Published : Friday, 4 June, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হিসেবে বার্ডের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় পলিথিন জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ মে) বার্ডের উপ পরিচালক মোঃ রিয়াজ মাহমুদের উদ্ভাবনী ধারণা থেকে এ পরিবেশ সুরক্ষার কার্যক্রমটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম উদ্যোগ হলো পরিবেশ সুরক্ষা করা। বর্তমানে পরিবেশ দূষণে পলিথিন ও প্লাস্টিক জাতীয় বস্তু ব্যবহার শেষে যথাস্থানে ব্যবস্থাপনা না করা অন্যতম কারণ। এই সকল বর্জ্য সুনিয়ন্ত্রিত পন্থায় ব্যবস্থাপনা করার লক্ষ্যে অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানোন্নয়ন শীর্ষক প্রায়েগিক গবেষণা প্রকল্পের দুটি গ্রামে গঠিত সংগঠনের সুফলভোগীদের পলিথিন জাতীয় বস্তুর ব্যবহার হ্রাসে ও যথাস্থানে ব্যবস্থাপনার করার বিষয়ে উদ্ভুদ্ধ করা হচ্ছে এবং প্রযোজ্য ক্ষেত্রে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনার স্থান নির্ধারণ করা ও যত্রতত্র স্থানে ফেলা পলিথিন জাতীয় দ্রব্যাদি সংগ্রহ করে একস্থানে পুঞ্জীভূত করা হবে। ফলে কমিউনিটি পর্যায়ে মানুষের পলিথিন বর্জ্য ব্যবস্থাপায় অনুপ্রেরণা সৃষ্টি হবে এবং মাটি ও পানি দূষণ হ্রাস পাবে। গ্রামের বাজার, স্কুল, কিল্ডার গার্ডেন এবং কমিউনিটি পর্যায়ে পরিবেশবান্ধব ঝুড়ি স্থাপন করে নির্দিষ্ট স্থানে ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণি পেশার মানুষকে নির্দিষ্ট স্থানে পলিথিন জাতীয় বর্জ্য ফেলায় উদ্ভুদ্ধ করা হবে এবং পরবর্তীতে সংলগ্ন পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা টিমের সাথে সমন্বয় সাধন করে সকল ঝুড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে পুর্নব্যবহার ও পুর্নব্যবহারোপযোগী করা হবে। প্রকল্প এলাকায় স্কুলের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য চারটি চকলেট খোসার পরিবর্তে একটি চকলেট এবং খানা পর্যায়ে পাঁচটি পলিথিনের পরিবর্তে এক টাকা প্রদানের মাধ্যমে উদ্বুদ্ধ করা হবে।