ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাহ্মণপাড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা
Published : Friday, 4 June, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৩ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ‘অবহিতকরণ ও পরিকল্পনা সভা’ অনুষ্ঠিত হয়। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অস্থায়ী ১৯২টি ক্যাম্পে দু’সপ্তাহব্যাপী চলবে এই ক্যাম্পেইন।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদের পরিচালনায় সভায় বক্তারা ভিটামিন "এ" এর অভাবজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। আগামী ৫ জুন হতে ১৯জুন পর্যন্ত ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনের কর্মসূচি সফল করার লক্ষে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিশদ বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, এবার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোট ৩৭ হাজারেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে উপজেলার ৮টি ইউনিয়নে ১টি স্থায়ী ও ১৯২ টি অস্থায়ী ক্যাম্পে ৬-১১ মাস বয়সি ৪ হাজার ১শত জন ও ১২-৫৯ মাস বয়সি  ৩৩ হাজার শিশু। এ কর্মসূচি সফল করতে প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো শিশু যাতে বাদ না পড়ে সে লক্ষ্যে সর্বত্র মাইকিং করে জনগণকে জানানো হবে।
সভাপতির বক্তব্যে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা বলেন, "উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিটামিন 'এ' ক্যাম্পেইন বাস্তবায়নে সব রকমের সহযোগিতা করা হবে।
জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সীদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের বলেন, আসন্ন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সার্থক করার লক্ষে উপজেলা পরিষদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন,  ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শঙ্খজিৎ সমাজপতি,  ডা. তরেকা রায়হেনা জুঁই, মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, ইপিআই টেকনিশিয়ান আবুল কাশেম, সিনিয়র স্টাফ নার্স শামসুন্নাহার,  রোকসানা আক্তার, রুনা লায়লা, মাহমুদা আক্তার, প্রধান অফিস সহকারী কবির আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক মাইন উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জসিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউর রহমান।