ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোগান্তির আরেক নাম কুমিল্লা - বুড়িচং- মিরপুর সড়ক
Published : Saturday, 5 June, 2021 at 7:14 PM
ভোগান্তির আরেক নাম কুমিল্লা - বুড়িচং- মিরপুর সড়কইসমাইল নয়ন ।।
     একটু বৃষ্টি হলেই হাটু পানিতে টইটুম্বুর থাকে। কুমিল্লা থেকে দুই উপজেলার প্রধান সড়ক বুড়িচং-মিরপুর রোডে বুড়িচং সদরের আওয়ামীলীগের দলীয় অফিসের সামনের সড়কটি। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। তাদের মধ্যে সিএনজি,অটোরিক্সা,মিনিবাস,পিকআপ ভ্যান, ট্রাক,মাইক্রোবাসসহ অনেক যানবাহন বর্ষার মৌসুমে দূর্ভোগ নিয়ে প্রতিদিন চলাফেরা করে। দীর্ঘ কয়েক বছরের চিত্র এটি। রাস্তার পাশের ব্যবসায়ীরা জানান, এই রাস্তাটি একটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে শত শত যানবাহন দৈনিক চলাফেরা করে। বর্ষার মৌসুমে এই রাস্তায় পানি জমে ও খানাখন্দে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পানি জমার কারনে আশেপাশের ক্রেতারা পানি ভেঙে দোকানে আসতে চায় না। এতে ব্যবসায়ের ক্ষতি অনেক চরম হয়। একটু বৃষ্টি হলেই রাস্তার বেহাল দশা তৈরী হয়।  এই রাস্তায় প্রতিদিন চলাচলকারী সিএনজি ড্রাইভার আবুল হোসেন বলেন, একটু বৃষ্টি হলেই দীর্ঘ সময় এই বেহাল দশা তৈরী হয়। এই রাস্তায় গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হয়। অনেক সময় ভাঙা রাস্তা থাকার কারনে গাড়ি উল্টে অনেক দূর্ঘটনা ঘটে।  রাস্তায় চলাচলকারী আরেক পথচারী বলেন, অনেক সময় যাত্রীসহ গাড়ি উল্টে যায় এবং দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়।ভোগান্তির আরেক নাম কুমিল্লা - বুড়িচং- মিরপুর সড়ক
  দীর্ঘ কয়েক বছর যাবৎ এই চিত্র দেখা যাচ্ছে। অচিরেই যদি রাস্তার পানি নিষ্কাষন করা না যায় তাহলে অনেক দূর্ঘটনার স্বীকার হতে হবে।
   এই ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াছমিন জানান, কুমিল্লা-মিরপুর সড়কটি রোড এন্ড হাইওয়ের। তাদের সাথে যোগাযোগ করে অচিরেই রাস্তাটির সমস্যার সমাধান করা হবে।