ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রবিবার থেকে আবারও পণ্য বিক্রি করবে টিসিবি
Published : Saturday, 5 June, 2021 at 7:38 PM
রবিবার থেকে আবারও পণ্য বিক্রি করবে টিসিবিআগামীকাল রবিবার থেকে আবারও পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সাধারণ মানুষ আগের মতো, আগের দামেই টিসিবির পরিবেশকদের পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাক থেকে নিত্য পণ্য কিনতে পারবেন। শনিবার (৫ জুন) টিসিবির চেয়ারম্যানের দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

টিসিবি কোভিড-১৯ চলাকালে সাধারণ আয়ের জনগণের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ভ্রাম্যমাণ ট্রাক ও ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করছে। এর আগে গেল রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনসাধারণের প্রত্যাশিত সেবা নিশ্চিত ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে গত ৩০ এপ্রিল থেকে ‘সেবা সপ্তাহ’ কার্যক্রম পরিচালনা করে টিসিবি। সেই কার্যক্রমে গেল ৯ মে পর্যন্ত পণ্য বিক্রি করা হয়।

টিসিবি জানিয়েছে, রবিবার থেকে আবারও দেশব্যাপী ৪০০টি ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি হবে। এর মধ্যে ঢাকা শহরে ৮০টি, চট্টগ্রাম শহরে ২০টি ট্রাকে বিক্রয় কার্যক্রম চলবে। টিসিবির এবারের কার্যক্রম চলবে ১৭ জুলাই পর্যন্ত।

টিসিবি প্রতি কেজি চিনি ও মসুর ডাল বিক্রি করবে ৫৫ টাকা দরে। আর সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রি করা হবে।