ইউরোয় ম্যাচ চলাকালে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন। হাসপাতালে তিনি এখন সুস্থ হওয়ার পথে। ফলে বৃহস্পতিবার বেলজিয়াম-ডেনমার্কের ম্যাচে খেলা হচ্ছে না তার (ম্যাচ শুরু রাত ১০টায়)। তবে দুই দলের খেলোয়াড়রা তার অনুপস্থিতি অনুভব করছেন ঠিকই। তাই এরিকসেনের প্রতি ভালোবাসা ও সুস্থতা কামনায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই ম্যাচে।
আজকে ম্যাচের দশম মিনিটে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম। ওই সময় এরিকসেনের প্রতি ভালোবাসা প্রদর্শনে এক মিনিট করতালিতে মুখর হবে স্টেডিয়াম। মূলত ডেনমার্ক ও ভক্তদের এই পরিকল্পনায় অংশ নিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
অবশ্য এমনটি করার কারণ এই বেলজিয়ামের বেশ কয়েকজন খেলোয়াড় ক্লাব ফুটবলে এরিকসেনেরও সতীর্থ। যেমন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু। তিনি ইন্টার মিলানেই এরিকসেনের সঙ্গে খেলেন। ফিনল্যান্ডের বিপক্ষে সতীর্থের মাটিতে লুটিয়ে পড়ার দিনে আবেগপ্রবণ ছিলেন বেলজিয়ামের এই তারকাও। রাশিয়ার বিপক্ষে জোড়া গোল করার দিনে তার প্রতি ভালোবাসা প্রদর্শনে ক্যামেরার সামনে ছুটে গিয়েছিলেন। চিকিৎকার করে বলেছিলেন, ‘ক্রিস, আমি তোমাকে ভালোবাসি।’
এই ম্যাচের এমন উদ্যোগের বিষয়ে লুকাকু বলেছেন, ‘খেলা বন্ধ রাখতে ও হাততালি দিতে ওই সময় বলটা থ্রো-ইনের জন্য মাঠের বাইরে পাঠাবো। যেন মুহূর্তটা স্মরণীয় করে রাখা যায়।’
অবশ্য ম্যাচের দশম মিনিটেই খেলা বন্ধ রাখার কারণ এরিকসেনের জার্সি নম্বরও দশ। ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই একই মাঠে- পারকেন স্টেডিয়ামে। যেখানে এরিকসেন লুটিয়ে পড়েছিলেন।