ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পালিয়ে স্ত্রীর কাছে যাওয়ার পথে রোহিঙ্গা যুবক আটক
Published : Thursday, 17 June, 2021 at 1:02 PM
পালিয়ে স্ত্রীর কাছে যাওয়ার পথে রোহিঙ্গা যুবক আটকনোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে স্ত্রীর কাছে যাওয়ার পথে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (১৬ জুন) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. ইলিয়াছ (৩০)। তিনি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে। ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৭৯ নম্বর ক্লাস্টারের ৩ নম্বর রুমে বসবাস করতো ইলিয়াছি।

চরজব্বার থানা সূত্রে জানা যায়, ইলিয়াছ দুই বিয়ে করেছেন। তার এক বউ ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। অপর বউ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন। বুধবার ভোরে ১০ হাজার টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে সে দালালের মাধ্যমে মাছ ধরার নৌকা করে কক্সবাজারের কুতুপালংয়ে যাওয়ার জন্য রওনা হন। দুপুরে দালাল তাকে সুবর্ণচর উপজেলার বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে সটকে পড়ে। পরে, স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আটক রোহিঙ্গার বিরুদ্ধে বৈদেশিক নাগরিক আইন ১৯৪৬ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া, রোহিঙ্গা নাগরিক পাচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।