পোলার্ড ঝড়ের পর ব্রাভোর তোপে সিরিজে সমতা উইন্ডিজের
Published : Saturday, 3 July, 2021 at 12:00 AM
পোলার্ড-সিমন্সের ব্যাটিংয়ের বল হাতে তোপ দাগিয়ে দণি আফ্রিকার বিপে ঘরের মাঠে সিরিজে সমতা নিয়ে আসলো ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সমীকরণ এখন ২-২। শেষ ম্যাচটি রূপ নিলো অলিখিত ফাইনালে।
বুধবার (১ জুলাই) গ্রেনাডায় টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে উইন্ডিজ। ওপেনিংয়ে লেন্ডল সিমন্সের ৩৪ বলে ৪৭ রানের পর অধিনায়ক কিয়েরন পোলার্ডের ২৫ বলে ৫১ রানের ঝড়ে এই রান করে ক্যারিবীয়রা। পোলার্ডের ইনিংস সাজানো ছিল ২টি চার ৫টি ছয়ে।
রান তাড়া করতে নেমে কুইন্টন ডি ককের ৪৩ বলে ৬০ রানের পরও ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। অ্যাইডেন মার্করাম (২০) , কাগিসো রাবাদা (১৬*) ও ডেবিড মিলার (১২) ছাড়া আর কেউ মুখ দেখেননি দুই অঙ্কের।
বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন ডুয়াইন ব্রাভো। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনি এই উইকেটগুলো নেন। এ ছাড়া ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। ম্যাচ সেরার পুরস্কার পান পোলার্ড। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হবে একই মাঠে ৪ জুলাই।