সাকিবকে নিয়ে অনুশীলনে বাংলাদেশ,তামিম-মুশফিকের ‘নকিং’
Published : Saturday, 3 July, 2021 at 12:00 AM
দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে নেমে পড়েছেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিন অলরাউন্ডার পুরোদমে অনুশীলনে করেছেন। চোটে ভোগা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও নেমেছিলেন ২২ গজে। তবে শুধুমাত্র নকিং করেছেন তারা। পুরোদমে অনুশীলন করতে আরও কিছু সময় অপো করতে হবে তাদের।
বুধবার জিম্বাবুয়েতে পৌঁছে বৃহস্পতিবারই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দুপুর দেড়টায় অনুশীলন শুরু হয় মুমিনুল হকের দলের। তিন ঘণ্টার প্রাণবন্ত অনুশীলন শেষ হয় বিকেল সাড়ে চারটায়।
বাংলাদেশ দল যখন হারারে স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলনে নামে, তখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। মৃদু বাতাস ও সহনীয় ঠান্ডা তাদের স্বাগত জানায়। সবুজের গালিচা ছিল তাদের অপোয়। তবে অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে খুব একটা সন্তুষ্ট মনে হলো না বাংলাদেশের নির্বাচক আব্দুর রাজ্জাকের, ‘সুযোগ সুবিধার কথা যদি বলেন, কিছু ছাড় তো দিতেই হয়। সবকিছু মিলিয়ে ভালো। এবার আসলে খেলোয়াড় হিসেবে না, কর্মকর্তা হিসেবে এসেছি। তাই একটু ভিন্ন রকম লাগছে। এর আগে যতবারই এসেছি অনুশীলন করছি, কাজ করে চলে গিয়েছি। এবার কাজ দেখা, একটু তো পার্থক্য আছেই দুইটার মধ্যে।’
বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফর করেছে ২০১৩ সালে। ওইবার খেলোয়াড় হিসেবে রাজ্জাক ছিলেন দলে। সময়ের পরিক্রমায় তিনি এখন জাতীয় নির্বাচক। এবারও তিনি দলের সফরসঙ্গী। দীর্ঘ সময় পর জিম্বাবুয়ে সফর করায় কন্ডিশনকে বড় চ্যালেঞ্জে হিসেবে দেখছেন সাবেক এই স্পিনার, ‘আমার মনে হয়, নিজেদের মাটিতে জিম্বাবুয়ে দল আমাদের জন্য বেশ কঠিন। বিশেষত কন্ডিশনের জন্য। কারণ এই কন্ডিশনটা আমাদের জন্য একেবারেই নতুন, আবার তারা এটায় অভ্যস্ত। যে কোনও খেলোয়াড়কে সব কন্ডিশনে খেলতে হবে, মানিয়ে নিতে হবে। যে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, সে তত ভালো খেলোয়াড়।’
মুমিনুল হক, লিটন দাস, কাজী নুরুল হাসানরা নেটে পুরোদমে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। বল হাতে নাঈম, তাইজুলরা কাজ করেছেন নতুন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথের সঙ্গে। তবে জিম্বাবুয়ের বিপে মূল লড়াইটা পেসারদের মধ্যে হবে বলে ধারণা দিলেন রাজ্জাক, ‘এখানে নিশ্চিতভাবেই পেসাররা আধিপত্য করবে। বাংলাদেশে বা উপমহাদেশে খেলা হলে যেমন স্পিনারদের আধিপত্য করার সুযোগ থাকে, এখানে আসলে পেস বোলাররা সেটা করবে স্বাভাবিকভাবে।’
তবে স্পিনাররাদের যে কাজ থাকবে না তা নয়, রাজ্জাকের মতে, ‘স্পিনারদের কিন্তু এখানে ভালো ভূমিকা রাখতে হয়। কিছু কিছু েেত্র থাকে রান আটকে রাখা। কিছু ব্রেক থ্রু এনে দেওয়া, যদি কখনও পেস বোলাররা ভোগে।’