ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে লকডাউনের দ্বিতীয় দিনেও বেশ তৎপর ছিলো উপজেলা প্রশাসন
Published : Saturday, 3 July, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনেও বেশ তৎপর ছিলো কুমিল্লা তিতাস উপজেলা প্রশাসন। শুক্রবার (২ জুলাই) বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ নেতৃত্বে মাঠে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে সারাদিন বৃষ্টির পাশাপাশি, শুক্রবার ও লকডাউন থাকায় রাস্তা ছিলো ফাকা এবং উপজেলার বিভিন্ন বাজার, দোকানপাট ছিলো বন্ধ। তবে সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে বাহির হওয়ায় বেশ কয়েকজন সিএনজি চালক ও দোকানদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থ দন্ড করতে দেখা গেছে। এছাড়াও জরুরী প্রয়োজন ছাড়া যারা বাহিরে বের হয়েছে তাদের কে মৌখিক সতর্ক করে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার বলেন, আমরা সরকারের নির্দেশনা বাস্তবায়নে বদ্ধ পরিকর, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর দিকে যদি  আমরা সতর্ক থাকতে পারি তাহলে আমরা সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখতে পারবো, তাই এখনই উত্তম সময় সতর্ক হবার, নিজে সুস্থ থাকুন অপর কে সুস্থ থাকতে দিন। এসময় সাথে ছিলো সেনাবাহিনীর একটি টিম।