লালমাইয়ে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন
Published : Saturday, 3 July, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লা
লালমাইয়ে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন
বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অজিত দেব
দিনব্যাপী সমগ্র উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। জনপ্রতিনিধি,
পুলিশ, আনসার, গ্রাম পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান
করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার আহবান জানান হচ্ছে।
গতকাল
শুক্রবার নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে বের হওয়া ও স্বাস্থ্যবিধি না
মানায় ২৩ জনকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয় । পণ্য পরিবাহিত যানবাহন ছাড়া
সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অজিত
দেব বলেন, কঠোর বিধিনিষেধে সরকারি নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানাসহ
কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লকডাউন চলাকালীন অবস্থায় ভ্রাম্যমান
আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।