দ্বিতীয় ডোজ নেয়ার পরেও চিকিৎসকের করোনা পজেটিভ
Published : Saturday, 3 July, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
কুমিল্লার
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএ) ডা:
মুহাম্মদ নাজমুল আলম টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। গত
বুধবার বিকেলে নমুনা পরীক্ষার তাঁর করোনা পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সিরাজুল ইসলাম মানিক দৈনিক
কুমিল্লার কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দৈনিক কুমিল্লার কাগজকে
জানান, বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা
(ইউএইচএ) ডা: মুহাম্মদ নাজমুল আলম স্যারের শরীরে অসুস্থ্যতা দেখা দেয়। পরে
তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে যার্পিড এন্টিজেন টেস্ট রিপোর্টে
স্যারের করোনা পজেটিভ আসে। এখন তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। গত বছরও তিনি
করোনায় আক্রান্ত হয়েছিলেন। টিকা নেওয়ার পরেও তিনি আবার আক্রান্ত হলেন।
নাম
প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা ও কর্মচারী দৈনিক
কুমিল্লার কাগজকে বলেন, আমরা সম্মুখ সারির যোদ্ধা হয়ে গত বছরের করোনা শুরু
থেকেই মাঠে কাজ করে আসছি। করোনা প্রতিষেধক টিকা নেয়ার পর খোদ স্বাস্থ্য
কর্মকর্তা ডা: নাজমুল আলম করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি আমাদের মাঝে
উদ্ধিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমান পেক্ষাপটে ধর্মীয় অনুগত হয়ে
এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।