চান্দিনায় আগুনে ৬ দোকান ভষ্মিভূত
Published : Saturday, 3 July, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর:
কুমিল্লার
চান্দিনায় প্রচন্ড বৃষ্টির মাঝেও আগুনে পুড়ে ৬ দোকান ভষ্মিভূত হয়েছে!
বুধবার (৩০ জুন) দিনগত রাতে দেড়টায় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের
মুরাদপুর বাজারে এ ঘটনা ঘটে।
এতে ওই গ্রামের মরহুম মনিরুল ইসলাম ছেলে ফয়সাল সরকার ক্ষতিগ্রস্থ হন।
জানা
যায়- বুধবার মধ্যরাতে মুরাদপুর বাজারের ওয়াসিম মিয়ার একটি মুদি দোকান থেকে
হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা
আশে-পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট
গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার আগেই ৪টি দোকান ভষ্মিভূত হয়। এতে ওয়াসিম মিয়ার
একটি মুদি দোকান, খোকন মিয়ার একটি কনফেকশনারী দোকান, হক মোল্লা’র একটি ওষুধ
ফার্সেমী ও অপর একটি ফল দোকান পুড়ে যায়। তারা সকলেই দোকান ঘর ভাড়া নিয়ে
ব্যবসা পরিচালনা করতো।
এদিকে, দোকান ঘরের মালিক ফয়সাল সরকার জানান- ওই
বাজারে ৬টি দোকানে ৪জন ব্যবসায়ী ভাড়াটিয়া ব্যবসা পরিচালনা করতো। পূর্ব
শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে দোকানে অগ্নি সংযোগ করা হয়েছে। আমি এ
ঘটনায় থানায় অভিযোগ করবো।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয়
কুমার ঘোষ জানান- প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে মুদি দোকানের কয়ল থেকে
আগুনের সূত্রপাত ঘটে। তারপরও বিষয়টি আমরা অধিক তদন্ত করে দেখবো।
এদিকে,
এ ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারি
পুলিশ সুপার (এএসপি) জুয়েল রানা, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি)
শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরুল বাসার।
চান্দিনা
থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান-
ক্ষতিগ্রস্থ পরিবার একটি সাধারণ ডায়েরী করবে বলে জানিয়েছেন। পরবর্তীতে
তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।