ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব: মাহমুদুল্লাহ
Published : Sunday, 25 July, 2021 at 1:57 PM
ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব: মাহমুদুল্লাহজিম্বাবুয়ের বিরুদ্ধে দাপটের সঙ্গে টেস্ট ম্যাচ জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের উড়িয়ে দিয়েছেন টাইগাররা। টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও বিশাল জয়। কিন্তু দ্বিতীয় টি-২০তেই হেরে যায় বাংলাদেশ।

ব্যাটসম্যানদের ভুলের কারণে ম্যাচটি হাত ছাড়া হয়ে যায়। আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলতে নামছে সফরকারীরা। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ।

মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, যেহেতু একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ম্যাচ জয়ের চেষ্টা করব।
দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে টি-টোয়েন্টি সিরিজে পাননি মাহমুদুল্লাহ। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে ছিলেন না লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।

এ বিষয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, ‘আমি মনে করি— আমাদের দল দারুণ ব্যালান্সড। আপনি যদি স্পিন বোলিং বিভাগ দেখেন, পেস বোলিং দেখেন, অলরাউন্ডারদের দেখেন— সব জায়গাই আমরা পূর্ণ করি। আমাদের ব্যাটিং অর্ডার ও বোলিং— দু'দিকেই আমাদের ফ্লেক্সিবিলিটি আছে।’