ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলেন যারা
Published : Wednesday, 4 August, 2021 at 1:47 PM
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলেন যারাআগে এক সময় জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হতো। মাঝে বিরতি দিয়ে আবারও তা প্রবর্তন করা হয়েছে। তবে ভিন্ন নামে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে এবার এই পুরস্কার দেওয়া হচ্ছে। নামকরণ করা হয়েছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। সাত ক্যাটাগরিতে ১০ জন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা ১ লাখ টাকা ও সম্মাননা স্মারক পাবেন।

বুধবার (৪ আগস্ট) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাপানের টোকিও থেকে ভার্চুয়ালি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

যারা পুরস্কার পাচ্ছেন: আজীবন সম্মাননা-কাজী সালাউদ্দিন, ক্রীড়াবিদ-মাহফুজা খাতুন শিলা (সাঁতার), রোমান সানা ও মাবিয়া আক্তার সীমান্ত।

ক্রীড়া সংগঠক-মনজুর কাদের ও ক্য শৈ হ্লা। উদীয়মান ক্রীড়াবিদ-আকবর আলী (ক্রিকেট), ফাহাদ রহমান(দাবা) ও উন্নতি খাতুন (ফুটবল)। ক্রীড়া ফেডারেশন- বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া সাংবাদিক- মুহাম্মদ কামরুজ্জামান। পৃষ্ঠপোষক- ওয়ালটন।

আগামীকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের জন্মদিনের দিন পুরস্কারপ্রাপ্তরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পুরস্কার গ্রহণ করবেন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রীড়া প্রতিমন্ত্রী মনোনীতদের নাম ঘোষণা করে বলেছেন, ‘প্রথমবারের মত শেখ কামালের নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হচ্ছে। যাচাই বাচাই করে চূড়ান্ত হয়েছে সবকিছু।’

এরপরই তিনি যোগ করেন, ‘আমরা আনন্দিত ও গর্বিত। বর্তমান খেলোয়াড় স্পন্সর ও সংস্থা এবং সাংবাদিকসহ সবাইকে পুরস্কার দিতে পেরে ভালো লাগছে। আশা করছি ভবিষ্যতে আরও ভালোভাবে করতে পারবো। সবাইকে আমরা মূল্যায়িত করতে চাই। প্রতি বছর যেন এই পুরস্কার দেওয়া হয় তা করার চেষ্টা থাকবে।’

যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন ভার্চুয়াল এই সভাতে উপস্থিত ছিলেন।