ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু
Published : Wednesday, 4 August, 2021 at 1:59 PM
গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু গাজীপুর জেলা কারাগারে আব্দুর রহিম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুলাই) সকালে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুর রহিম গাজীপুরের শ্রীপুর উপজেলার ডালেশ্বর এলাকার আবুল হোসেনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, চুরি ও মারামারি মামলায় গাজীপুর জেলা কারাগারে বন্দি ছিলেন আব্দুর রহিম। বুধবার ভোরে কারাগারের ভেতর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।