ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে করোনায় একদিনে ১৩ মৃত্যু, শনাক্ত ৫০৭
Published : Monday, 9 August, 2021 at 12:24 PM
চট্টগ্রামে করোনায় একদিনে ১৩ মৃত্যু, শনাক্ত ৫০৭চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫০৭ জনের। সোমবার (৯ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত ৯১ হাজার ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ২৬৮ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৩ হাজার ৭৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন এক হাজার ৭২ জন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর জুলাইয়ের মাঝামাঝি থেকে চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়তে থাকে, যা এখনও অব্যাহত। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমণ কিছুটা কমেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আটটি ল্যাবে দুই হাজার ৩৭১টি নমুনা পরীক্ষায় ৫০৭ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৮৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৯টি এবং আরটিআরএল ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষা করা হয়। বিআইটিআইডি ল্যাবে ১৫৪ জন, চমেক ল্যাবে ১২ জন ও আরটিআরএল ল্যাবে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এ দিন ৫৯৩টি অ্যান্টিজেন পরীক্ষায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২২৪টি নমুনা পরীক্ষায় ৫৬ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৬৬টি নমুনা পরীক্ষায় ৪৮ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ১৭ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৫৯টি নমুনা পরীক্ষায় ১৫ জন এবং ইপিক হেলথ কেয়ারে ১৭৮টি নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।