চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। প্রদেশটির বেশিরভাগ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সেখানে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ভারি বৃষ্টিপাতে এমন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চীনের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় বার্তা সংস্থা চায়না নিউজ সার্ভিস সোমবার এসব তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, সিচুয়ানের সাম্প্রতিক বন্যায় ছয়টি শহরের অন্তত ৪ লাখ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় দাঝৌ শহরের একটি জলাধারের পানি বন্যাসীমার অন্তত ২ দশমিক ২ মিটার ওপরে অবস্থান করছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি গত শনিবার জানিয়েছিল, ভারি বৃষ্টিপাতে সিচুয়ানে ইতোমধ্যে ২৫ কোটি ইউয়ান (৩ কোটি ৮০ লাখ ডলার প্রায়) সমমূল্যের আর্থিক ক্ষতি হয়েছে। সেখানে অন্তত ৪৫টি বাড়ি পুরোপুরি ধ্বংসে হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১১৮টি।
গ্রীষ্মকালে চীনে ভারি বৃষ্টিপাতের ঘটনা নতুন নয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিকূল আবহাওয়া ক্রমেই নিয়মিত হয়ে ওঠায় দেশটিকে অবশ্যই এর জন্য প্রস্তুত থাকতে হবে।
চীনা আবহাওয়া কর্মকর্তারা গত সপ্তাহে জানিয়েছিলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে সারা বিশ্বেই অতিবৃষ্টির আশঙ্কা বাড়ছে। তবে আগামী বছরগুলোতে চীনের ওপর এর প্রভাব আরও ভয়ংকর হতে পারে।
গত মাসেই চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানে সেখানকার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা আঘাত হানে। এসময় প্রদেশটির ১৯টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করে। এর জেরে সৃষ্ট বন্যায় প্রাণ হারান ৩০০ জনের বেশি মানুষ।
সূত্র: রয়টার্স