ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ চালু
Published : Thursday, 12 August, 2021 at 4:37 PM
৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ চালুগাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেন লাইনচ্যুতির ঘটনার তিন ঘণ্টার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের পর বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ৩টা ৫০ মিনিট থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়।

আজ বেলা পৌনে ১২টার দিকে ধীরাশ্রম এলাকায় একটি কমিউটার ট্রেনের তিনটি চাকা লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহীদুল্লাহ জানান, ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঢাকা থেকে উদ্ধারকর্মী এসে তিন ঘণ্টার চেষ্টায় লাইন থেকে ট্রেনটি সরিয়ে নিয়েছে।

তিনি আরও জানান, ট্রেনের তিনটি চাকা লাইনচ্যুতির পর বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্রেন আটকা পড়ে থাকে। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।