ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একসঙ্গে ৪ শিশুর জন্ম, বাঁচল না ২০ মিনিটও
Published : Friday, 13 August, 2021 at 8:19 PM
একসঙ্গে ৪ শিশুর জন্ম, বাঁচল না ২০ মিনিটওরাজবাড়ীর আধুনিক সদর হাসপাতালে একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়েসহ চার সন্তান জন্ম দিয়েছিলেন সুমাইয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ। তবে জন্মের মাত্র ২০ মিনিটের মধ্যেই সবগুলো নবজাতক মারা গেছে।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

গৃহবধূ সুমাইয়া আক্তার রাজবাড়ী পৌর ভবানীপুর এলাকার রানার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজবাড়ী সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন গৃহবধূ সুমাইয়া আক্তার। শুক্রবার দুপুরে তার দুইটি ছেলে ও দুইটি মেয়ে বাচ্চা জন্ম হয়। কিন্তু জন্মের ৫ থেকে ২০ মিনিটের মধ্যে সবগুলো বাচ্চা মারা যায়। তবে ওই গৃহবধূ এখন সুস্থ আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।

দেড় মাস আগে গৃহবধূ সুমাইয়া একটি মৃত বাচ্চা প্রসব করেছিলেন বলেও জানা গেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই গৃহবধূ একসঙ্গে চারটি বাচ্চা জন্ম দিলেও কেউ বেঁচে নেই। তবে মা সুস্থ আছেন। বাচ্চাগুলো অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ ৬ মাসে জন্ম নিয়েছিল বলেও জানান তিনি।