ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু
Published : Saturday, 14 August, 2021 at 12:00 AM
মানিক দাস ॥ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা যান। গতকাল ১৩ আগস্ট শুক্রবার হাসপাতালের করোনা বিষয়ক ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চাঁদপুর করোনা ইউনিটে কোভিড পজেটিভ ও উপসর্গ নিয়ে প্রতিনিয়তই রোগীর মৃত্যু হচ্ছে। আমরা শতভাগ চেষ্টা করে যাচ্ছি ভর্তিকৃত রোগীদেরকে সঠিক সেবা ও অক্সিজেন দেওয়ার জন্য। অধিকাংশ রোগীই কোভিড আক্রান্ত হয়ে শেষ মুহুর্তে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে আসছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে গতকাল শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন- আবুল হাশেম (৬০), আলী আহম্মদ (৬৫), বানেছা (৭১) ও মমতাজ বেগম (৬০)। অন্যদিকে উপসর্গ নিয়ে আহম্মদ উল্লাহ (৬২), মমতাজ বেগম (৬৫), মুকছুদা বেগম (৭০) এবং বাসন্তী রাণী (৬৫) মারা গেছেন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৬৪ জন।