ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিমুলিয়ায় ফেরিঘাটে শত শত গাড়ি আটকা
Published : Saturday, 14 August, 2021 at 12:48 PM
শিমুলিয়ায় ফেরিঘাটে শত শত গাড়ি আটকামুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

এর আগে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ‘কাকলি’নামে একটি ফেরি ধাক্কা লাগে। এতে শুক্রবার রাত থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিআইডিব্লটিসির মেরিন অফিসার আহমদ আলী জানান, শুক্রবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। জরুরি ভিত্তিতে সাড়ে ১০টার দিকে ফেরি কুঞ্জলতা ও ক্যামেলিয়া ছেড়ে গেছে। তবে ঘাটে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের উপ-ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টা থেকে সকল ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল থেকে ২-৩টি ফেরি চলছে। এ সমস্ত ফেরি দিয়ে জরুরি সেবামূলক গাড়ি পারাপার করা হচ্ছে।