ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উখিয়ায় বিজিবি-চোরাকারবারির গোলাগুলি, দেড় লাখ ইয়াবা জব্দ
Published : Saturday, 14 August, 2021 at 2:38 PM
উখিয়ায় বিজিবি-চোরাকারবারির গোলাগুলি, দেড় লাখ ইয়াবা জব্দকক্সবাজারের উখিয়া সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময়  ঘটনাস্থল থেকে প্রায় দেড় লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে।

শুক্রবার রাত নয়টার দিকে উখিয়া উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা গোলডেবার পাহাড় এলাকায় অবস্থান নেন।

তিনি জানান, রাত ৯টার দিকে ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। বিজিবির সদস্যরা দুটি গুলি চালান। চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।