সইে ফুল সইে ভুল
Published : Sunday, 15 August, 2021 at 12:00 AM
আনোয়ারুল হক ||
ফুলকে ফুল বলে কতবার ভুল করছেি
তথাপি আবার
ফুলকে ফুল বলা রয়ইে গলেো কোন কোন মানুষরে মতো
বদলায়নি কখনো
অভ্যাস মানুষ যার দাস তুমি বলছেলি-ে
আমওি বলছে,ি ফুলকে ফুল বলতে হয়, ভুলকে ভুল সময়।
কীট দখেছেি আড়ালে তার চয়েওে বশেি দখেছেি
ফুলরে সোহাগ, নবিড়ি ভালোবাসা অনকেরে
চোখে মুখে পরাগরে রণেু, অনুরাগে মশিে থাকে
পাতার সংসারে
জোনাকরিা তার ফাঁকে জ্বলে আর নভি।ে
চারদিকিে এত এত মৃত্যু কান্না ও বপিন্নতায়
শোকরে কবর হয়ে ওঠে সারাদশে
তাতে ফুলরে কী যায় আস!ে
দখেি ফুলরো তবুও
রাতদনি ফোটে
কষ্টকে ছাপয়ি-ে বাগানে ব্যালকনতিে ছাদ-ে
আজকাল প্রতদিনি
ফুলরে মতো ভুলরো স্মৃতরি পাতা ওল্টায়
কছিু অসময় আমার সুসময়ও ছলিো
চোখ রাখে চোখরে র্শশতি,ে মন দয়িে
দখে,ে চাঁপার আঙুল আজও তমেনি আছে
ফুলরে আঁচল যদওি আমাদরে আঙনিায়
পড়ে আছে মৃতরে কফনি
সখোনওে ফুল, এত এত ফুল তাজা মৃত ফুল
যার সে আবার ফরিইে জীবন যাচে
পুনরায় ভুল !
১২. ৮. ২০২১