চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২২৫ জন।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য জানান হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন-খায়রুন নেছা (৭০), আব্দুর রউফ (৮২)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন-জামেলা বেগম (৭৫), বদরুন্নেসা (৭৯), আবুল হোসেন (৬০), মমতাজ (৫৫) এবং ফাতেমা বেগম (৭০)।
সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৮ জন।