আট ঘণ্টা বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের আমদানি বাণিজ্য সচল হয়েছে। বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (১৬ আগস্ট) তল্লাশির নামে ট্রাকচালকদের হয়রানি করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), এমন অভিযোগ করে সকাল ৮টা থেকে দুদেশের মধ্যে আমদানি বন্ধ করে দেন পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বিকেল ৪টা থেকে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে রফতানি পণ্য নিয়ে আসার সময় ঘণ্টার পর ঘণ্টা ট্রাক আটকে রেখে তল্লাশি চালান জয়ন্তীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এতে তীব্র যানজটের পাশাপাশি রফতানি কাজ ব্যাহত হচ্ছিল। বন্দর ব্যবহারকারীদের বিক্ষোভ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিএসএফের পক্ষ থেকে মৌখিকভাবে বলা হয়, ১৬ আগস্ট থেকে প্রতিটি ট্রাক দুই-তিন মিনিটের বেশি সময় ধরে তল্লাশি করা হবে না। কিন্তু এতে আশ্বস্ত না হয়ে লিখিত আদেশের দাবি জানিয়ে আমদানি বন্ধ করে দেন বন্দর ব্যবহারকারীরা। সকালে পেট্রাপোল বন্দরের তিন নম্বর গেটের সামনে সমাবেশ করেন তারা। পরে আলোচনা শেষে তল্লাশির সময়সীমার ব্যাপারে লিখিত আদেশ দেয় বিএসফ। এরপরই সচল হয় আমদানি কার্যক্রম।
বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার স্বপন কুমার জানান, বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও রফতানি বাণিজ্য সচল ছিল। বেনাপোল বন্দরে লোড আনলোড প্রক্রিয়াও স্বাভাবিক ছিল।