সিলেটে একই সময়ে এক মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ হয়েছেন। ১৫ দিনেও তাদের খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ তিনজনই বয়সে কিশোর ও দক্ষিণ সুরমার জালালপুরের আল্লামা আবদুল মুকিত মঞ্জলালী একাডেমির হিফজ শাখার ছাত্র। গত ৩ আগস্ট তারা নিখোঁজ হন বলে তাদের পরিবারের সদস্যরা জানান।
নিখোঁজ ছাত্ররা হলেন, সাজ্জাদ মিয়া (১৬), রোহান আহমেদ (১৭) ও নাহিম আহমেদ (১৫)।
সম্প্রতি আবদুর রাজ্জাক নামে সিলেটের এক নিখোঁজ ছাত্র কথিত জিহাদের জন্য আফগানিস্তানে পাড়ি জমিয়েছে, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এমন তথ্য জানানোর পর থেকে নিখোঁজের পরিবারের সদস্যরা উদ্বিঘ্ন হয়ে পড়েছেন।
জানা গেছে, গত ৩ আগস্ট সাজ্জাদ ও নাইম মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ৭ আগস্ট ফোন দিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন তারা মাদ্রাসায় যায়নি। রোহান নামে আরেক মাদ্রাসা ছাত্রও ওইদনি নিখোঁজ হয়। গত ৮ আগস্ট সাজ্জাদ মিয়ার বোন দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সাজ্জাদ মিয়া নামে একটি ছেলে নিখোঁজের জিডি হয়েছে। তার সাথে আরও দুটি ছেলে আছে বলে জানা গেছে। তারা একটি মোবাইল ফোন ব্যবহার করলেও বার বার সিম বদলাচ্ছে। তারা তিনজন হয়তো পরিকল্পনা করেই গেছে। শেষ মোবাইল ট্র্যাক করে তাদের লোকেশন ময়মনসিংহের দিকে পাওয়া গেছে। একসাথে তিনজন নিখোঁজ হওয়ার ঘটনাটি উদ্বেগের। তবে আমরা আশাবাদী তাদের খুঁজে বের করা সম্ভব হবে।