ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফগানিস্তান থেকে সব কর্মী ফিরিয়ে আনছে ব্র্যাক
Published : Monday, 16 August, 2021 at 8:40 PM
আফগানিস্তান থেকে সব কর্মী ফিরিয়ে আনছে ব্র্যাকআফগানিস্তানে কর্মরত ব্র্যাকের সব কর্মীকে আগামী ২২ আগস্টের মধ্যে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

সোমবার (১৬ আগস্ট) জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন ব্র্যাকের এক্সটার্নাল রিলেশনস, কমিউনিকেশনের প্রধান রাফে সাদনান আদেল।

তিনি বলেন, প্রবাসী কর্মীদের মধ্যে তিনজন বাংলাদেশিসহ পাঁচজন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, যাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে। বাকি নয় বাংলাদেশির মধ্যে তিনজন গত শুক্রবার বিমানযােগে রওয়ানা দিয়েছেন এবং ছয়জনের আগামী ২২ তারিখের মধ্যে রওয়ানা দেয়ার কথা রয়েছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানায়, গত ১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করােনাভাইরাস প্রতিরােধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

দেশটির ১০টি প্রদেশে প্রায় তিন হাজার ব্র্যাককর্মী কাজ করছেন। এদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

এতে আরও বলা হয়, ব্র্যাক তার কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে।