ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খেলোয়াড় একজনই, অথচ দুই বিশ্বকাপ খেলবেন দুই দেশের হয়ে
Published : Monday, 16 August, 2021 at 8:56 PM
খেলোয়াড় একজনই, অথচ দুই বিশ্বকাপ খেলবেন দুই দেশের হয়েদক্ষিণ আফ্রিকা পাট চুকিয়ে ফেলেছেন অনেক আগেই। কলপাক চুক্তিতে সাসেক্সে যোগ দিয়ে ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি। তবে একেবারে ইতি টেনে দেননি। আন্তর্জাতিক আঙিনায় আবার ফিরছেন অলরাউন্ডার ডেভিড ওয়াইস। তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে নয়! ৩৬ বছর বয়সী অলরাউন্ডারের ‘দ্বিতীয় অভিষেক’ হচ্ছে নামিবিয়ার জার্সিতে। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার দেশটির হয়ে পারফর্ম করার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পথে।

ওয়াইসের বাবার জন্ম নামিবিয়ায়। বাবার সূত্রেই আফ্রিকার দেশটির হয়ে খেলার অনুমতি মিলেছে তার। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে ক্রিকেট নামিবিয়ার প্রধান নির্বাহী জোহান মুলার নিশ্চিত করেছেন বিষয়টি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। কুড়ি ওভারের বিশ্ব আসরে খেলবে নামিবিয়া। প্রতিযোগিতার জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি তারা। তবে দলটির হয়ে খেলার সবুজ সংকেত মিলেছে ওয়াইসের।

১০ সেপ্টেম্বর আইসিসির কাছে বিশ্বকাপ স্কোয়াড দেওয়ার শেষ তারিখ। নামিবিয়ার পাঠানো স্কোয়াডে যদি ওয়াইসকে দেখ যায়, তাহলে দেশটির হয়ে তার অভিষেক হবে টি-টোয়েন্টির বিশ্ব আসরেই। কেননা এর মধ্যে নামিবিয়ার আর কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। সেক্ষেত্রে অদ্ভুত এক রেকর্ডেও ঢুকে যায় ওয়াইসের নাম। টি-টোয়েন্টির দুই বিশ্বকাপ খেলবেন দুই দেশের জার্সিতে! ৫ বছর আগে ২০১৬ সালের আসর খেলেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক হয়েছিল ওয়াইসের। ২০১৬ সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অলরাউন্ডার খুব একটা সুবিধা করতে পারেননি। ২০ টি-টোয়েন্টি ও ৬ ওয়ানডে মিলিয়ে প্রোটিয়াদের হয়ে খেলেছেন ২৬ ম্যাচ। সুবিধা করতে না পারায় ২০১৭ সালে কলপাক চুক্তিতে ইতি টানেন দক্ষিণ আফ্রিকা ক্যারিয়ারের।

৩৬ বছর বয়সী অলরাউন্ডার টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত নাম। বিশ্বের প্রায় সব বড় লিগেই খেলার অভিজ্ঞতা আছে। পারফর্ম করেছেন আইপিএল, বিপিএল, সিপিএল ও পিএসএলে।

আফ্রিকার মাত্র দ্বিতীয় দেশ হিসেবে আরব আমিরাত ও ওমানের বিশ্বকাপে খেলতে যাচ্ছে নামিবিয়া। বিশ্বকাপের দল নির্ধারণের সময় জিম্বাবুয়ে ক্রিকেট আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় অংশ নিতে পারছে না। ২০১৯ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে ওমানকে হারিয়ে নামিবিয়া নিশ্চিত করেছিল মূল পর্ব। কুড়ি ওভারের বিশ্ব আসরের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে দেশটি।