বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়লেন সালমা
Published : Tuesday, 17 August, 2021 at 12:00 AM
বাংলাদেশ
প্রিমিয়ার ফুটবল লিগে এই প্রথম নারী রেফারি ম্যাচ পরিচালনায় যুক্ত হয়েছেন।
সহকারী রেফারি হিসেবে সালমা আক্তার আজ (সোমবার) মোস্তফা কামাল স্টেডিয়ামে
আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারা কাবের ম্যাচে দায়িত্ব সামলেছেন। আর
এরই সঙ্গে দেশের ফুটবল ইতিহাসে প্রথম নারী হিসেবে শীর্ষ পর্যায়ে ম্যাচ
পরিচালনায় যুক্ত হয়ে ইতিহাস গড়লেন।
এ প্রসঙ্গে বাফুফের রেফারিজ কমিটির
ডেপুটি চেয়ারম্যান ইব্রাহিম নেসার বলেছেন, ‘ছেলেদের প্রিমিয়ার লিগ ম্যাচে
এই প্রথম কোনও নারী রেফারি ম্যাচ পরিচালনায় ছিলেন। এর আগে কখনও এমনটা
হয়নি।’
সালমার নাম এলিট রেফারি প্যানেলের জন্য ফিফায় পাঠানো হয়েছে।
ম্যাচ পরিচালনার জন্য ফিফা ভিডিও চেয়েছে। তাই ছেলেদের ম্যাচ পরিচালনায়
সালমাকে যুক্ত করেছে রেফারিজ কমিটি।
গত বছর পরীায় পাস করে ২০২১ সালের
জন্য ফিফার সহকারী রেফারি হয়েছেন সালমা। রেফারিংয়ের পাশাপাশি ঢাকার ইডেন
মহিলা কলেজে স্নাতক করছেন তিনি।
ম্যাচ পরিচালনা করার অনুভূতি সালমা
বাংলা ট্রিবিউনের কাছে ভাগাভাগি করেছেন এভাবে, ‘অনেক ভালো লাগছে। মেয়েদের
চেয়ে ছেলেদের ম্যাচ পরিচালনায় মনোযোগ বেশি দিতে হয়েছে। পরিশ্রমও বেশি।
আগামীতে ফিফা রেফারি হওয়ার স্বপ্ন দেখি।’