সন্ধ্যায় খেলেছে অস্ট্রেলিয়া, বিকালে কেন নিউজিল্যান্ড?
Published : Tuesday, 17 August, 2021 at 12:00 AM
আগামী
২৪ আগস্ট ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। অস্ট্রেলিয়ার মতো
নিউজিল্যান্ডের বিপওে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সফরসূচি
জানানো হলেও ম্যাচের সময় চূড়ান্ত হয়নি। তবে আজ (সোমবার) বিসিবির প্রধান
নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিকাল ৪টা থেকে ম্যাচ শুরুর
সম্ভাবনার কথা।
অস্ট্রেলিয়ার বিপে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের
সবকটি ম্যাচ শুরু হয়েছিল সন্ধ্যা ৬টায়। তবে নিউজিল্যান্ড সিরিজে ম্যাচ
শুরুর সময় এগিয়ে আসছে। তেমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। মূলত
নিউজিল্যান্ডের দর্শকদের কথা চিন্তা করেই বিকাল ৪টায় ম্যাচ শুরুর পরিকল্পনা
বিসিবির।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজামউদ্দিন বলেছেন, ‘এখন
পর্যন্ত আমাদের যে পরিকল্পনা, নিউজিল্যান্ডের সঙ্গে যেহেতু আমাদের সময়ের
বেশ পার্থক্য রয়েছে। তাদের দর্শকদেরও একটা ব্যাপার আছে। সবকিছু বিবেচনা করে
টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। (বিকাল) ৪টার দিকে খেলা শুরু করার
পরিকল্পনা আমাদের রয়েছে।’
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে
গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
মিরপুরে দুই দল একটি মাত্র
টি-টোয়েন্টি খেলেছে। যেখানে শেষ হাসি হেসেছে কিউইরা। ৮ বছর আগের ওই সফরে
ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও একমাত্র টি-টোয়েন্টিতে ১৫ রানে
হেরেছিল বাংলাদেশ। দ্বিপাকি সিরিজ খেলতে ২০০৪ সালে প্রথমবার বাংলাদেশ আসে
তারা। এরপর আরও তিনবার- ২০০৮, ২০১০, ২০১৩ সালেও নিউজিল্যান্ডকে আতিথেয়তা
দেয় স্বাগতিকরা। এবার দীর্ঘ সময় পর বাংলাদেশে আসছে কিউইরা।
তবে মূল শক্তি নিয়ে বাংলাদেশ সফরে আসছে না নিউজিল্যান্ড দল। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা কেউই নেই বাংলাদেশ সফরের দলে!