মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
Published : Tuesday, 17 August, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনি শীর্ষক ভার্চুয়ালী আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর মাগফেরাত কামনায় উপজেলার আশ্রায়ন কেন্দ্রগুলোতে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির, উপজেলা প্রকৌশলী আল আমিন সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসিম, জনস¦াস্থ্য প্রকৌশলী মো. ফেরদৌস আলম মজুমদার, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. নুরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মো. তোহিদ হাসান, প্রতিবন্ধী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হানিফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ প্রমুখ।