লেবাননের জাহরানি তেলক্ষেত্রে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তেলক্ষেত্রটির জ্বালানি সংরক্ষণের একটি ট্যাংকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেবাননের আল জাদিদ টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
লেবানিজ সেনাবাহিনীর একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, জ্বালানি ট্যাংকটিতে নানা ধরনের রাসায়নিক দ্রব্য প্রস্তুতের কাজে ব্যবহৃত পেট্রোলিয়াম ও আলকাতরাজাত বর্ণহীন গন্ধযুক্ত তরল ছিল।
ওই কর্মকর্তা জানান, আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি তারা এখন ওই এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে মনোনিবেশ করছেন।
গত মার্চ মাসেই লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছিলেন, বিশেষজ্ঞরা এই তেলক্ষেত্রটিতে বিপজ্জনক উপাদান খুঁজে পেয়েছেন।
গত সেপ্টেম্বরের শেষের দিকে একটি জাহাজ জাহরানি তেলক্ষেত্রে ১৬ হাজার টন ইরাকি জ্বালানি আনলোড করে। বৈরুত ও বাগদাদের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তির পর এটিই ছিল প্রথম চালান।
বৈরুত বন্দরে বিস্ফোরণের এক বছরের মাথায় সোমবার জাহরানি তেলক্ষেত্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ২০২০ সালের ৪ আগস্ট বৈরুত বন্দরের ওই বিস্ফোরণে দুই শতাধিক মানুষ নিহত হয়। আহত হয় আরও কয়েক হাজার মানুষ।