আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দারুণ খেলেও জয়ের দেখা পায়নি লিওনেল মেসির আর্জেন্টিনা। এক ম্যাচ পরই উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরল স্কালোনির দল।
শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। নিজে গোল করলেন, অন্যদের গোল করাতে সহযোগিতা করলেন।
সোমবার বুয়েনস আইরেসে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। মেসি দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দে পল। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান লাউতারো মার্টিনেস।
২০১২ সালের পর এই প্রথম উরুগুয়ের জালে তিনবার বল পাঠাতে পারল আর্জেন্টিনা।
১০ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ৯টিতে জয় আর এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আছে ব্রাজিল। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে একুয়েডর। গোল ব্যবধানে পিছিয়ে চারে উরুগুয়ে।