ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ
Published : Saturday, 30 October, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
মহামারী করোনার দীর্ঘবিরতির পর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মনোহরগঞ্জ উপজেলার ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার কুসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহম্মদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ মোঃ বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ ভূঁইয়া, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, মাষ্টার জামাল হোসেন, অহিদুর রহমান, সহিদ উল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘আদর্শ জাতি গঠনে শিক্ষা অপরিহার্য। আর শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারে শিশুদের অধিক যত্ন নেওয়া এবং শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে অভিভাবকদের অধিক সচেতন হওয়া জরুরী। বক্তারা আরো বলেন, ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েই অভিভাবকের দায়িত্ব শেষ হয়ে যায় না বরং স্কুলে এসে নিয়মিত ক্লাস করছে কিনা, ক্লাসের পড়া শিখছে কিনা, স্কুলে না গিয়ে কোথাও খেলাধুলা করছে কিনা, এসব বিষয়ে খোঁজ রাখাও অভিভাবকের দায়িত্ব।’