এখন থেকে ঠিক ১০ বছর আগে ২০১১ সালের ২৩ জানুয়ারি রাত পৌনে ১১টায় একটি টুইট করেছিলেন বিরাট কোহলি। দশ বছর আগে করা সেই টুইটটি ভাইরাল হয়ে গেছে।
সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-২ সমতায় থেকে প্রোটিয়াদের করা ২৫০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত হেরে যায় ১৬ রানের ব্যবধানে।
সেই ম্যাচের পর কোহলি টুইটারে লিখেছিলেন, হেরে গিয়ে খুব মন খারাপ লাগছে। এবার বাড়ি যাচ্ছি। তার দশ বছর আগের সেই টুইট তুলে ধরেই সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, এবার সত্যিই কোহলিদের বাড়ি যাওয়ার সময় এসেছে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যেতে এখন তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেই।
চলতি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে বিশ্বকাপের চলতি আসর শুরু ভারতের। প্রথম ম্যাচ খেলার ছয় দিনের লম্বা বিরতি শেষে সপ্তম দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে স্রেফ উড়ে যায় কোহলিরা।
পাকিস্তানের বিপক্ষে ১৫১/৭ রানে ইনিংস গুটানো ভারত হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ১১০/৭ রানে থেমে যাওয়া ভারত ম্যাচ হারে ৮ উইকেটে।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারের কারণে ভারতের বিশ্বকাপের সেমিফাইনালের আশা কার্যত শেষ।
নিজেদের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকেও। সেই ম্যাচে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।