ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যতোই সমালোচনা হোক, উন্নতি করছে বাংলাদেশ: ডোমিঙ্গো
Published : Monday, 1 November, 2021 at 7:57 PM
যতোই সমালোচনা হোক, উন্নতি করছে বাংলাদেশ: ডোমিঙ্গোচলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যানস নিয়ে সমালোচনা হচ্ছে চারিদিকে। প্রতি ম্যাচেই নতুনভাবে ভক্ত-সমর্থকদের হতাশ করছে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া মাঠের বাইরে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের নানান উদ্ভট মন্তব্য যেন আরও উত্তপ্ত করেছে পরিবেশ।

সবমিলিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। তবে এর মাঝেও সাহসী দাবী করেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তার মতে, বাইরে থেকে যতো সমালোচনাই হোক না কেন, ক্রমেই উন্নতি করে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘আমরা জানি এটি একটি জাতীয় খেলা। যার ফলাফল ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। আমাদের দলের গত এক বছরে টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ের রেকর্ড রয়েছে। এর মধ্যে আমরা কিছু বড় সিরিজও জিতেছি। আমার মনে হয়, আগের দুই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অল্পের জন্য হেরে যাওয়া দুই ম্যাচের ভিত্তিতে বিচার করা খুবই কঠিন হবে।’

তিনি আরও বলেন, ‘দল বড় পদক্ষেপ গ্রহণ করেছে। কিছু তরুণ খেলোয়াড় যুক্ত হয়েছে দলে। আমরা কোনভাবেই টি-টোয়েন্টি ফরম্যাটে ফেলনা নই। উন্নতির অনেক জায়গা আছে। আমি জানি চারপাশে অনেক নেতিবাচকতা রয়েছে, তবে ইতিবাচক হওয়ার মতো অনেক কিছু রয়েছে।’

‘আমি জানি নির্দিষ্ট কিছু খেলোয়াড় এবং কোচিং স্টাফের কিছু দিক নিয়ে সমালোচনা চলছে। তবে আমি মনে করি দলটি ব্যাপকভাবে এগিয়েছে। আট মাসের মধ্যে ১১ নম্বর থেকে র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে আসাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন।’

‘কিন্তু আমরা জানি যে আমাদের যেখানে থাকা দরকার সেখান থেকে আমরা অনেক দূরে। তবে এটা রাতারাতি হয়ে যাচ্ছে না, এটা একটা প্রক্রিয়া। এক বছরের মধ্যে আরেকটি বিশ্বকাপ আছে, জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে।’