ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন
Published : Tuesday, 2 November, 2021 at 12:00 AM
ফেরি স্বল্পতা, ঘাট সংকট ও বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে গাড়ির চাপ বেড়েছে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। এতে বাস যাত্রীদের পাশাপাশি বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাকচালকদের।
সোমবার (১ নভেম্বর) দৌলতদিয়া ফেরিঘাট ও গোয়ালন্দ মোড় এলাকায় ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে প্রায় আট শতাধিক যানবাহন। এগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাক বেশি।
সরেজমিন দেখা গেছে, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার মহাসড়কের দুই লাইনজুড়ে চার শতাধিক যানবাহনের দীর্ঘ সারি। এসব যানবাহনের মধ্যে বেশিরভাগ নৈশকোচ ও ট্রাক।
অন্যদিকে ফেরিঘাটে যানজট কমাতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও চার কিলোমিটার চার শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে।
চালক ও যাত্রীদের অভিযোগ, দৌলতদিয়া ঘাটে যানজটের কারণে যাত্রীবাহী বাসগুলোকে চার-পাঁচ ঘণ্টা এবং পণ্যবাহী যানবাহনকে তিন দিন পর্যন্ত ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে যাত্রী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়ছেন। অনেক চালক ঝুঁকি নিয়েই ট্রাকের মধ্যে রান্না করছেন।
যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় পারের অপেক্ষায় থাকতে হয়। দিনে পর দিন অপেক্ষায় থাকা ভোগান্তিতে পড়ছেন চালক ও সহযোগীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যববস্থাপক শিহাব উদ্দিন জানান, গাড়ির চাপ সব সময় এক রকম থাকে না। বর্তমানে দক্ষিণঞ্চলের যানবাহনের সঙ্গে শিমুলিয়া বাড়তি যানবাহনের চাপ পড়েছে। এ রুটের ছোট-বড় ১৭ ফেরি চলাচল করছে।
রাজবাড়ী ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল জানান, যানবাহনের এতটাই চাপ যে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। এই রুট পরিহারের জন্য আমরা মাইকিং শুরু করেছি। ট্রাকচালকদের অন্য রুট ব্যবহার করতে বলা হচ্ছে।