ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাহেবাবাদ ইউনিয়নবাসীর পাশে ছিলাম আছি এবং থাকব: জসিম উদ্দিন নানু
Published : Tuesday, 2 November, 2021 at 12:00 AM, Update: 02.11.2021 1:15:02 AM
সাহেবাবাদ ইউনিয়নবাসীর পাশে ছিলাম আছি এবং থাকব: জসিম উদ্দিন নানুইসমাইল নয়ন।।
ক্ষমতা পেতে নয়, অপনাদের সেবা করতে এসেছি, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নবাসীর সুখ দুঃখের ভার নিতে চাই, দুর্নীতিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে চাই।" গতকাল দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন সাহেবাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন নানু। তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তিনি ১৯৮২ সালে সাহেবাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্যের মধ্যে দিয়ে রাজনৈতির হাতে খড়ি,এর পর আর পিছনে ফিরে থাকাতে হয় নি তাকে। নিজের যোগ্যতার আলোকিত করেছেন নিজেকে, এর পর তিনি  ১৯৮৪ সালে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক, ১৯৯০ এ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি, ১৯৯৫ ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, ২০০৩ এ সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০১৪ সালে সাহেবাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং বর্তমানে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।  
বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক দক্ষ রাজনীতিবিদ সাবেক এই ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন নানু বিশ্বব্যাপি নোবেল করোনা ভাইরাস এর করাল গ্রাসে পৃথিবীর মানুষ যখন থমকে দাঁড়িয়েছে তখন তিনি সাহেবাবাদ ইউনিয়নসহ ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন সহায়তার।ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় প্রিয়মুখ হয়ে উঠছেন তিনি।
এব্যপারে সাহেবাবাদ ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানা যায় সদাহাস্যজ্বল বিনয়ী জসিম উদ্দিন নানু একজন সুশিক্ষিত, পরোপকারী ও গরীবের বন্ধু নামেই অত্র ইউনিয়নে খ্যাত। অসহায় মানুষের পাশে থেকে সেবা করছেন দীর্ঘদিন থেকে এবং অসহায় মানুষের বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। তাছাড়া তিনি দীর্ঘ দিন থেকে বঙ্গবন্ধুর আদর্শে সম্পৃক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে গ্রাম হবে শহর সেই ধারাবাহিকতায় ইউনিয়নবাসীকে নিয়ে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নবাসীর কাছে হয়েছেন মানবিক মানুষ । তিনি গত ২০১১ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ইউনিয়নকে একটি আর্দশ ইউনিয়ন রুপান্তর করেছিলেন, হয়েছিলেন শ্রেষ্ঠ চেয়ারম্যান। সাধারণ মানুষকে নিয়ে ইউনিয়নের সকল সরকারের ঘোষিত কর্মকান্ডে অংশ গ্রহণ করেন। স্বচ্ছতা জবাবদিহিতা মধ্য দিয়ে ইউনিয়নকে করেছিলেন দূর্ণীতিমুক্ত আধুনিক ইউনিয়ন পরিষদের।
জসিম উদ্দিন নানু জানান, ইউনিয়নবাসীর অনুরোধে এবছর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী। এছাড়া সরেজমিনে গিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকাঘুরে জানাযায়, বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক তার ব্যক্তি জীবনে লেখাপড়ায় অন্যতম অবদান রেখেছেন। ছাত্র জীবন থেকে রাজনৈতি ও সাধারণ মানুষের সুখে দুঃখে ভাগীদার হতেন।
এদিকে ইউনিয়রবাসী জানান, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন নানুর প্রতি সাধারণ মানুষের রয়েছে আস্থা ও ভালোবাসা, এলাকাবাসীর অভিমত এবছর সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে নৌকা প্রতীক দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। এবং ইউনিয়নকে দূর্ণীতিমুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে পারবে।