ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা ট্রমা সেন্টারে গ্র্যান্ড সায়েন্টিফিক সেমিনার
Published : Tuesday, 2 November, 2021 at 12:00 AM, Update: 02.11.2021 1:15:06 AM
কুমিল্লা ট্রমা সেন্টারে গ্র্যান্ড সায়েন্টিফিক সেমিনারনানাবিধ স্বাস্থ্য সমস্যায় প্রচলিত সার্জিক্যাল পদ্ধতি প্রয়োগ না করে নন সার্জিক্যাল পদ্ধতিতে বা ছোট ছিদ্র করে বা অল্প কেটে চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশে এই প্রথম কুমিল্লা ট্রমা সেন্টারে যাত্রা শুরু করেছে গরপধৎব: গরহরসধষ ওহাধংরাব ঈধৎব। এই উদ্দেশ্যে গত ৩১ অক্টোবর রবিবার কুমিল্লা ট্রমা সেন্টার, কনফারেন্স হলে মাইকেয়ার সেন্টার ও কুমিল্লা ট্রমা সেন্টারের এর উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি গ্র্যান্ড সায়েন্টিফিক সেমিনার যার বিষয়বস্তু ছিল "ওহঃৎড়ফঁপরহম গরপধৎব: ইধহমষধফবংয'ং ঋরৎংঃ উবফরপধঃবফ গরহরসধষ ওহাধংরাব ঈবহঃবৎ"। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন সহযোগী অধ্যাপক ডা. মো.আব্দুল হক এর সভাপতিত্বে উক্ত সেমিনারে বক্তারা এই ধরনের কাটাছেঁড়া বিহীন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরেন কুমিল্লার বিভিন্ন পর্যায়ের চিকিৎসক বৃন্দের উদ্দেশ্যে। উক্ত অনুষ্ঠানে মাইকেয়ারের যে সকল কো-অর্ডিনেটর ও কনসালটেন্ট বৃন্দ আলোচনা রাখেন উনারা হলেন, ডা. আব্দুল কাদির নোমান, ডা. শেখ মুঃ আব্দুল্লাহ আল রাফি, ডা. কাজী শাহাদাত হোসাইন, ডা. গোলাম সারোয়ার, ডা. মোঃ আরিফ হোসাইন, ডা. মশিউর রহমান মজুমদার, ডা. জি এম জাহাঙ্গীর হোসেন, ডা. সুলতান মাহমুদ সহ আরো অনেকে। মাইকেয়ার সেন্টারে কি কি অত্যাধুনিক চিকিৎসা শুরু হচ্ছে এ ব্যাপারে এর চীফ কো-অর্ডিনেটর ডা. শেখ মুঃ আব্দুল্লাহ আল রাফি এর সাথে কথা বললে উনি জানান, পি আর পি থেরাপি, স্টেম সেল থেরপি, ওজোন থেরপি, জয়েন্ট এর আল্ট্রাসনোগ্রাম ও আল্ট্রাসনোগ্রাম এর সাহায্যে ইঞ্জেকশন, কোমড় ব্যাথার লেজার ডিস্ক সার্জারি, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, আর্থ্রোস্কোপিক সার্জারি, রক্তনালীর লেজার ভাস্কুলার সার্জারি সহ কাটাছেঁড়া ছাড়া বা অল্প কেটে চিকিৎসা করার সকল বিশ্বসেরা প্রযুক্তির সমাহার ঘটেছে এই সেন্টারে। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলছিলেন এই সব চিকিৎসা সেবা গ্রহন করার জন্যে মানুষকে এতদিন ভারত কিংবা সিঙ্গাপুর যেত হত, যা এখন থেকে বাংলাদেশেই সম্ভব। প্রধান অতিথি উনার বক্তব্যে সকল চিকিৎসককে সেবার উদ্দেশ্যেই চিকিৎসা প্রদানের উদাত্ত আহবান জানান।