বাইউস্ট খুলছে ৫ ডিসেম্বর
Published : Friday, 19 November, 2021 at 12:00 AM
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর সরাসরি শ্রেণি কার্যক্রম আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে। তবে এ ক্ষেত্রে কমপক্ষে এক ডোজ করোনা ভ্যাকসিন সম্পন্ন শিক্ষার্থীদেরই সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর করোনা টিকার প্রথম ডোজ সম্পন্ন করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেক শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে। যে সকল শিক্ষার্থীর এখনো প্রথম ডোজ সম্পন্ন হয়নি তাদেরকে আগামী ৫ ডিসেম্বর তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় টিকা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম এবং হোস্টেলসমূহ বন্ধ হয়ে যায়। করোনাকালীন বন্ধে বিশ্ববিদ্যালয়ের অনলাইন শ্রেণি কার্যক্রম সচল ছিল।