বার্ডে মশিআপুউ প্রকল্পের পারস্পরিক শিখনমূলক শিক্ষা সফর অনুষ্ঠিত
Published : Friday, 19 November, 2021 at 12:00 AM
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক মশিআপুউ প্রকল্পভুক্ত সংগঠনের সদস্যদের নিয়ে পারস্পরিক শিখনমূলক শিক্ষা সফর ও স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক শিখনমূলক শিক্ষা সফরের অংশ হিসেবে বার্ডের রাজস্বখাতভুক্ত মহিলা শিক্ষা আয় ও পুষ্টি উন্নয়ন প্রকল্পের গ্রাম কর্মী এবং সুফলভোগীগণ বাংলাদেশ বেতারের কুমিল্লা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সার্বিক কার্যক্রম অবহিত করেন বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত)মোহাম্মদ মাসুদুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক ও প্রকল্প-পরিচালক (মশিআপুউ) নাছিমা আক্তার, উপ-পরিচালক ও সহযোগী প্রকল্প-পরিচালক সাইফুন নাহার এবং সহকারী পরিচালক আবদুল্লা-আল-মামুন। প
রিদর্শনকালে সুফলভোগীগণ বাংলাদেশ বেতারের বার্তাকক্ষ, রেকডিং কক্ষ, রিলে কক্ষ পরিদর্শন করেন। পরবর্তীতে মশিআপুউ প্রকল্পের উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য কীট (সাবান, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, তিন পরত বিশিস্ট সুতি মাস্ক, স্বাস্থ্য কীট) ইত্যাদি বিতরণ করা হয় এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় মোট ৬২জন সুফলভোগী অংশগ্রহণ করেন।