ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুর জেলা স্কাউটের মতবিনিময়
Published : Friday, 19 November, 2021 at 12:00 AM
মানিক দাস ||
চাঁদপুর জেলা স্কাউট কর্মকতাদের সাথে মতবিনিময় সভা করেছেন সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস কোষাধ্যক্ষ ডক্টর শাহ কামাল। গতকাল ১৮  নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
বাংলাদেশ  স্কাউটসরে কোষাধক্ষ্য ডক্টর শাহ কামাল বলেন, বাংলাদেশ স্কাউট এর কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। চাঁদপুর জেলা স্কাউট এর সুনাম রয়েছে। এস নাম কে অক্ষুণ্ন রাখতে হবে। স্কাউটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রধামন্ত্রী বলেছেন ২০২১ সালে ২১ লাখ স্কাউট তৈরি করতে হবে। আমরা তা পেয়েছি তবে দক্ষ স্কাউট পাইনি। সংখ্যা পেয়েছি, তবে দক্ষতা সম্পন্ন স্কাউট সদস্য পাইনি। ২০৫০ সালে মানুষ থাকবে না। ২০৭৫ সালে আমাদের কে মানব সম্পদ আমদানি করে আনতে হবে। আমাদের সন্তান দের কে প্রকৃত পক্ষে মানুষ করতে হলে স্কাউটের বিকল্প নেই। আমরা আমাতের সন্তাদের কে মোবাইল দিয়েছি। এটা ক্ষতিকর হয়েছে। তাদের সেই পথ থেকে ফিরিয়ে আনতে হলে স্কাউটের বিকল্প নেই। তাই সন্তানদের কে স্কাউটে সম্পৃক্ত করতে হবে।কুমিল্লা অঞ্চলের মধ্যে চাঁদপুর রিজিওন অন্যতম। সেই জন্য চাঁদপুরের স্কাউট সে ভাবে এগিয়ে যেতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা স্কাউট কমিশনার গোলাম সরোয়ার,কুমিল্লা আঞ্চলিক উপ কমিশনার হাফেজ আহমেদ, সম্পাদক অজয় কুমার ভৌমিক,যুগ্ম সম্পাদক মাসুদ খান, কোষাধক্ষ্য নঈম উদ্দীন খান, এলটি আলম আরা সাফি, এলটি মসামছুল আমিন, এএলটি ষাহজাহা সিদ্দিকি, সহ পরিচালক ফিরোজ আহমেদ, জেলা স্কাউট লিডার গোলাম মেহেদী মাসুদ, জেলা কাব লিডার তাহমিনা আক্তার, চাঁদপুর সদর উপজেলা স্কাউট সম্পাদক রেজাউল করিম প্রধানিয়া, চাঁদপুর সদর উপজেলা স্কাউট  কমিশনার মোহাম্মদ হোনমসেন প্রমুখ