চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চ ও স্টল নির্মাণ
Published : Friday, 19 November, 2021 at 12:00 AM
মানিক দাস ।। চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা গৌরবের ৩০ বছর পূর্তি, স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকীর মাসব্যাপী কার্যক্রমের মঞ্চ ও স্টল নির্মাণ কাজের সুচনা করা হ?য়ে?ছে।
গতকাল ১৮ ন?ভেম্বর বৃহস্প?তিবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার নতুন ভেন?্যু চাঁদপুর আউটার স্টে?ডিয়াম মা?ঠে মঞ্চ ও স্টল নির্মাণ কাজের সূচনা করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা এম এ ওয়াদুদ।
সূচনাকা?লে উপ?স্থিত ছি?লেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাস?চিব হারুন আল র?শিদ, উদযাপন প?রিষ?দের ভাইস চেয়ারম?্যান ইয়াকুব আলী মাস্টার, কাজী শাহাদাত, সাবেক চেয়ারম?্যান ও স্টিয়া?রিং ক?মি?টির সদস্য মু?ক্তি?যোদ্ধা মহ?সিন পাঠান, সাবেক মহাস?চিব ও স্টিয়া?রিং ক?মি?টির সদস্য শহীদ পাটওয়ারী, সাংস্কৃ?তিক প?রিষ?দের স?চিব মৃনাল সরকার, যুগ্ম আহবায় এম আর ইসলাম বাবু, মাঠ ও ম?ঞ্চের যুগ্ম আহবায়ক মা?নিক দাস,মি?ডিয়া প?রিষ?দের যুগ্ম আহবায়ক শেখ আল মামুন স্মৃ?তি সংরক্ষন প?রিষ?দের আহবায়ক ম?নির হোসেন মান্না, সদস?্য স?চিব অ?ভি?জিত রায়।
আগামী ৮ ডিসেম্বর মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হবে। ১৯৯২সাল থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধেরবিজয় মেলা ২০১৯ সাল পর্যন্ত একটানা অনুষ্ঠিত হয়ে আসে। করোনা মহামারির কারণে ২০২০ সালের মেলা কর্তৃপক্ষ বন্ধ রাখে। তবে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে বিজয় মেলার পক্ষ থেকে ১০ দিনব্যাপি বিজয় উৎসব করা হয়। এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলার দশ যুগপূর্তী চাঁদপুর আউটার সরটেডিয়াম মাঠে করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার থেকে মেলা মাঠে মঞ্চ ও স্টল নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
বিগত ২৯ বছ?রের ন?্যায় ৩০তম বছ?রেও বিজয় মেলার মঞ্চ ও স্টলের নকশা প্রণয়ন ক?রে?ছেন বিজয় মেলার মহাস?চিব হারুন আল র?শিদ।