Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM, Update: 12.02.2022 12:38:42 AM
নিজস্ব
প্রতিবেদক: স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন- দেশের
ক্রান্তিকালে, দুঃসময়ে মানুষের কল্যাণে নিস্বার্থভাবে কাজ করে যেতে হবে;
স্বেচ্ছায় শ্রম দিতে হবে- আর যারা এ কাজটি করে- তারা হলো জাতীয়তাবাদী
স্বেচ্ছাসেবক দল। আমি আশা করি- যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে
স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে আজ জাতির অত্যন্ত ক্রান্তিকালে আমাদের নেতা
তারেক রহমান কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল স্বেচ্ছাসেবক দলের কমিটিকে
মনোনীত করেছেন, আপনাদেরকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। এজন্য আমাদের নেতা
তারেক রহমানকে ধন্যবাদ। আগামী দিনে এই জুলুমবাজ সরকারের হাত থেকে, এই
নৈতিকতা বিবর্জিত এই সরকারের হাত থেকে আমাদের এই দেশের মানুষকে গণতন্ত্রকে
এবং বাক স্বাধীনতাকে ফিরে পাওয়ার জন্য কুমিল্লার সিটি কমিটি সবচেয়ে
শক্তিশালী ভূমিকা রাখবে। আমি প্রয়োজনে কুমিল্লা সিটির প্রতিটি ওয়ার্ড
স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে আলাদা মতবিনিময় করে তাদের ভবিষ্যত
কার্যক্রম সম্পর্কে অবহিত করবো। সামনের কঠিন আন্দোলন সংগ্রামে এই
স্বেচ্ছাসেবকদেরই সবার আগে থাকতে হবে। তিনি গতকাল কুমিল্লা নগরীর
বাদুরতলায় দক্ষিণ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কুমিল্লা মহানগর
স্বেচ্ছাসেবক দলের প্রতিটি ওয়ার্ডে নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর
স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সাধারণ সম্পাদক আমিরুল
পাশা সিদ্দিকী রাকিব, সাংগঠনিক সম্পাদক একে সাহেদ পান্নাসহ অন্যান্য
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে কুমিল্লা বিভাগীয়
সাংগঠনিক টিম এবং কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দের যৌথ সভায় কুমিল্লা
মহানগরের ২৭ টি ওয়ার্ড কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক
দল কুমিল্লা মহানগরের সভাপতি নিজাম উদ্দিন কায়সার এবং সাধারণ সম্পাদক
আমিরুল পাশা সিদ্দিকি রাকিব এসব কমিটি অনুমোদন করেন।