Published : Monday, 22 March, 2021 at 12:00 AM, Update: 22.03.2021 12:39:47 AM
তানভীর
দিপু: স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দ্বিতীয় রাউন্ডের ৪টি
খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে ফৌজদারি রাইডার্স, ওল্ড স্কুল
কুমিল্লা, বাগিচাগাঁও একাদশ ও জাঙ্গালিয়া ইলেভেন।
দিনের প্রথম ম্যাচে
ফৌজদারি রাইডার্সের মুখোমুখি হয় নিউ স্টার ক্রিকেট কাব। টসে জিতে ব্যাট
করতে নেমে নির্দিষ্ট ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে ফৌজদারি
রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভার ৪ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৯০
রান সংগ্রহ করে। ফলে ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফৌজদারি রাইডার্স।
ফৌজদারীর পক্ষে ব্যাট হাতে ৩৭ রান সংগ্রহ করেন সজল ও বল হাতে ২৪ রান খরচা
করে ৩ উইকেট নেন বিপ্লব। অন্য দিকে নিউ স্টার ক্রিকেট কাবের পক্ষে ব্যাট
হাতে ৪০ রান সংগ্রহ করেন সাজ্জাদ ও বল হাতে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন
আলিফ।
দ্বিতীয় খেলায় দাউদের খারা ইয়ং স্টার কাবের মুখোমুখি হয় ওল্ড
স্কুল কুমিল্লা। টসে জিতে ওল্ড স্কুল কুমিল্লাকে ব্যাটের আমন্ত্রণ জানান
দাউদের খারা। ব্যাট করতে নেমে ১০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে
ওল্ড স্কুল কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে
মাত্র ৮৪ রান করে দাউদের খারা ইয়ং স্টার কাব। ফলে ২৬ রানের জয় নিয়ে মাঠ
ছাড়ে ওল্ড স্কুল কুমিল্লা। ব্যাট হাতে ওল্ড স্কুল কুমিল্লার পক্ষে ৪০ রান
সংগ্রহ করেন ফাহাদ ও বল হাতে মাত্র ৯ রান খরচা করে ৪ উইকেট নেন মোজাম্মেল।
অন্যদিকে দাউদের খারার পক্ষে ব্যাট হাতে ২০ রান করেন ইউসুফ ও বল হাতে ১৩
রান দিয়ে ৩ উইকেট নেন হাবিব। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোজাম্মেল।
তৃতীয় খেলায় জিপসি আল্টিমেটের মুখোমুখি হয় বাগিচাগাও একাদশ। এতে ২০ রানের জয় পায় বাগিচাগাঁও একাদশ।
দিনের
চতুর্থ ও শেষ খেলায় কালির বাজার কিংসের মুখোমুখি হয় জাঙ্গালিয়া ইলেভেন।
টসে জিতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে
জাঙ্গালিয়া ইলেভেন। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র
১০৩ রান সংগ্রহ করে। ফলে ৩৮ রানের বিশাল জয় পায় জাঙ্গালিয়া ইলেভেন। ব্যাট
হাতে জাঙ্গালিয়ার পক্ষে ৫৬ রান করেন আনিস ও বল হাতে ১২ রান দিয়ে ৩ উইকেট
নেন মন্টি। অন্যদিকে কালির বাজারের পক্ষে ব্যাট ৩৬ রান করেন মমিন ও বল হাতে
১১ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন
জাঙ্গালিয়ার আনিস।