জাভিকে ছুঁয়ে নিয়েছিলেন আগের ম্যাচেই। এ নিয়ে বার্সেলোনা একটিও ভিডিও ক্লিপও বানিয়েছে, যেখানে সাবেক-বতর্মান সতীর্থরা অভিনন্দন ও শুভকামনার জোয়ারে ভাসিয়েছেন লিওনেল মেসিকে। রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নেমে আর্জেন্টাইন অধিনায়ক ছাড়িয়ে গেছেন জাভিকে। বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেওয়ার উপলক্ষটা মেসি রাঙিয়ে নিয়েছেন তার মুগ্ধ করা ফুটবলে।
সোসিয়েদাদকে তাদের মাঠেই উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ৬-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে শীর্ষে থাকা আতলেতিকোর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তারা। ‘টোটাল ফুটবলে’ দারুণ পারফরম্যান্স উপহার দেওয়া কাতালানদের বিশাল জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। নিজে দুই গোল করার পাশাপাশি করিয়েছেন আরেকটি। বার্সেলোনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের রাত তিনি আক্ষরিক অর্থেই রাঙিয়েছেন পায়ের তুলিতে।
মেসির সঙ্গে আলো ছড়িয়েছেন ফুলব্যাক সের্গিনো ডেস্ট। ২০ বছর বয়সী এই তরুণও করেছেন জোড়া গোল। তবে বার্সেলোনার গোলোৎসবের শুরুটা হয়েছিল আতোঁয়া গ্রিজমানকে দিয়ে। ৩৭ মিনিটে জোর্দি আলবার ক্রস ছোটবক্সের সামনে থেকে উসমান ডেম্বেলে টোকা মেরে গোলের দিকে ঠেলে দিলেও সোসিয়েদাদ গোলকিপার তা প্রতিহত করেন। তবে ফিরতি বলে বাঁ পায়ের শটে জালে জড়ান গ্রিজমান।
তার গোলের খানিক সময় পরই ডেস্ট নাম তোলেন স্কোরশিটে। মেসির ডিফেন্ডচেরা চমৎকার পাস দ্রুতগতিতে নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর আড়াআড়ি শটে যুক্তরাষ্ট্রের ফুলব্যাক লক্ষ্যভেদ করলে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেও ডেস্টের চমক। ৫৩ মিনিটে আলবার ক্রস সোসিয়েদাদের এক খেলোয়াড় ক্লিয়ার করতে চাইলেও তার শট ডেস্টের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। মিনিট তিনেক পরই আবার সফরকারীদের গোল উদযাপন। আর এবার স্কোরশিটে নাম তোলেন জাভিকে ছাড়িয়ে বার্সেলোনার জার্সিতে ৭৬৮ ম্যাচ খেলতে নামা মেসি। সের্হিয়ো বুশকেটস বাতাসে ভাসানো ফ্লিক বাড়িয়েছিলেন ম্যাচের রেকর্ড গড়া ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে। আর্জেন্টাইন অধিনায়ক দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের টোকায় বল জড়িয়ে দেন জালে।
মেসির অ্যাসিস্টের খাতায় আরেকটি সংখ্যা বাড়তো যদি ডেম্বেলের গোলটি অফসাইডে বাতিল না হতো। ফরাসি ফরোয়ার্ড ওই হতাশা অবশ্য জুড়িয়েছেন একক প্রদর্শনীতে দারুণ এক গোল করে। ৭১ মিনেটে মাঝমাঠের কাছাকাছি থেকে বল নিয়ে এগিয়ে যান সোসিয়েদাদের রক্ষণের দিকে, ডি বক্সের ভেতর ঢুকে বাঁ প্রান্ত থেকে আড়াআড়ি শটে পেয়ে যান গোল। এই গোলের কিছুক্ষণ পর সোসিয়েদাদ এক গোল শোধ দেয় আন্দের বারেনেচেয়ার চমৎকার লক্ষ্যভেদে।
কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেসি দ্বিতীয়বার জালে বল জড়ালে বড় হারের লজ্জায় ডুবতে হয় সোসিয়েদাদকে। আলবার ক্রস থেকে বার্সেলোনা অধিনায়ক মাটি কামড়ানো শটে পেয়ে যায় দ্বিতীয় গোল। তাতে এবারের লা লিগায় নিজের গোলসংখ্যা ২৩-এ নিয়ে গিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষস্থান সুসংহত করেছেন মেসি।