ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কঙ্গোর বিরোধীদলীয় নেতার মৃত্যু
Published : Monday, 22 March, 2021 at 1:53 PM
কঙ্গোর বিরোধীদলীয় নেতার মৃত্যু গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরোধীদলীয় নেতা গাই ব্রিস পারফেইত কোলেলাস মারা গেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন এই নেতা। নির্বাচনের একদিন পর রোববার তার মৃত্যুর খবর এলো।

নির্বাচনের শুরুতেই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কোলেলাস। সোমবার তার নির্বাচনী প্রচারণা পরিচালক ক্রিশ্চিয়ান সির রোদ্রিগো মায়ান্দা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, চিকিৎসার জন্য তাকে ফ্রান্সে নিয়ে যাওয়া হচ্ছিল।

ওই পরিচালক আরও জানিয়েছেন, চিকিৎসার জন্য তাকে বহনকারী বিমানেই তার মৃত্যু হয়েছে। এর আগে শনিবার তার পরিবারের এক সদস্য এপিকে জানান, কোলেলাস রাজধানী ব্রাজেভিলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকেই তাকে ফ্রান্সে নেয়ার পথে বিমানেই তার মৃত্যু হয়।

অসুস্থতার কারণে শুক্রবার শেষবারের প্রচারণায় থাকতে পারেননি কোলেলাস। তিনি বেশ কয়েকজনকে জানিয়েছিলেন যে, তার হয়তো ম্যালেরিয়া হয়েছে।

শুক্রবার সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে যে, ৬১ বছর বয়সী কোলেলাস অক্সিজেন মাস্ক পরে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।

সে সময় তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘প্রিয় দেশবাসী, আমি বেশ বিপদে পড়েছি। আমি মৃত্যুর সঙ্গে লড়াই করছি। সে সময় তাকে বেশ দূর্বল মনে হচ্ছিল।’

কিন্তু তবুও তিনি লোকজনকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা পরিবর্তনের জন্য অবশ্যই ভোট দেবেন।

ক্ষমতাসীন দলের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হতো কোলেলাসকে।