ছিলেন যুক্তরাষ্ট্রে। দেশে ফিরেছেন সোমবার (২২ মার্চ) ভোরে। কিন্তু বিমানবন্দর থেকে তার আর বাড়ি ফেরা হয়নি। তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি হলেন কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের জন্য অভিযুক্ত আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের অন্যতম সহযোগী শুভ্রা রানী দাশ। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, পি কে হালদারের নিয়ন্ত্রাধীন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিস লিমিটেড থেকে পাঁচটি কাগুজে প্রতিষ্ঠান প্রায় ৪৩৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে। এর মধ্যে ওয়াকামা লিমিটেড ঋণের নামে তুলে আত্মসাৎ করে প্রায় ৮৭ কোটি ৬০ লাখ টাকা। এই পাঁচটি কাগুজে প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ইন্টারন্যাশনাল লিজিংয়ের কয়েকজন পরিচালক এবং পি কে হালদারকে আসামি করে গতকাল রবিবার (২১ মার্চ) পাঁচটি পৃথক মামলা দায়ের করে দুদক। এর মধ্যে একটি মামলার (নম্বর ১৩) আসামি হলেন শ্রভ্রা রাণী দাশ। তিনি ওয়াকামা লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সূত্র আরও জানায়, বিদেশে থেকে শুভ্রা রাণীর দেশে আসার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুদক। তাদের একটি টিম সকালে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবস্থান নেয়। পরে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেই তাকে গ্রেফতার করা হয়। দুদকের একজন কর্মকর্তা জানান, তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।