ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনা প্রতিরোধে মনোহরগঞ্জ থানা পুলিশের র‌্যালি ও মাস্ক ক্যাম্পেইন
মোঃ হুমায়ুন কবির মানিক
Published : Monday, 22 March, 2021 at 6:42 PM
করোনা প্রতিরোধে মনোহরগঞ্জ থানা পুলিশের র‌্যালি ও মাস্ক ক্যাম্পেইন

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে কুমিল্লার মনোহরগঞ্জে সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক ক্যাম্পেইন করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে জেলা পুলিশের দিকনির্দেশনায় রবিবার মনোহরগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ।
সকালে মনোহরগঞ্জ বাজারে র‌্যালি শেষে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির, এসআই রাজু আহমেদ ও এসআই ফখরুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরিবহন মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন পুলিশ কর্মকর্তারা।করোনা প্রতিরোধে মনোহরগঞ্জ থানা পুলিশের র‌্যালি ও মাস্ক ক্যাম্পেইন
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা র‌্যালি ও ক্যাম্পেইন করেছি। করোনা মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সক্ষম হবো।’
এদিকে একই দিন নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবালের নেতৃত্বে নাথেরপেটুয়া ও বিপুলাসার বাজারে সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, এসআই নুরুল আলম, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, বিপুলাসার বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম হিরণ প্রমুখ।