করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে কুমিল্লার মনোহরগঞ্জে সচেতনতামূলক র্যালি ও মাস্ক ক্যাম্পেইন করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে জেলা পুলিশের দিকনির্দেশনায় রবিবার মনোহরগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ।
সকালে মনোহরগঞ্জ বাজারে র্যালি শেষে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির, এসআই রাজু আহমেদ ও এসআই ফখরুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরিবহন মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন পুলিশ কর্মকর্তারা।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা র্যালি ও ক্যাম্পেইন করেছি। করোনা মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সক্ষম হবো।’
এদিকে একই দিন নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবালের নেতৃত্বে নাথেরপেটুয়া ও বিপুলাসার বাজারে সচেতনতামূলক র্যালি ও মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, এসআই নুরুল আলম, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, বিপুলাসার বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম হিরণ প্রমুখ।