ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত রুটে আগামী ২৭ মার্চ ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের উদ্বোধন ঘোষণা করবেন। মিতালী এক্সপ্রেসের কোন সিটে কত ভাড়া, সে তথ্য জানানো হয়েছে।
সোমবার (২২ মার্চ) রাজধানীর রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রেনটি নিয়ে বিভিন্ন তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম।
তিনি বলেন, আপাতত ভারতীয় রেক দ্বারা সপ্তাহে দুই দিন এই ট্রেন চলাচল করবে। ঢাকা ক্যান্টনমেন্ট-চিলাহাটি-নিউ জলপাইগুড়ি রুটে সোম ও বৃহস্পতিবার এবং নিউ জলপাইগুড়ি-চিলাহাটি-ঢাকা ক্যান্টনমেন্টে রুটে রোববার ও বুধবার ট্রেনটি চলাচল করবে।
রেলমন্ত্রী জানান, ট্রেনটির ভাড়া হবে প্রতি এসি বার্থে চার হাজার ৯০৫ টাকা, এসি সিট তিন হাজার ৮০৫ টাকা ও এসি চেয়ারে দুই হাজার ৭০৫ টাকা।তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে ভাড়া ৫০ শতাংশ কম।
উল্লেখ, ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির (শিলিগুড়ি) রেলপথের দূরত্ব ৫৩০ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে ৪৪৬ কিলোমিটার এবং ভারতের অংশে ৮৪ কিলোমিটার।